পিবিএ রিপোর্ট: সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান বাবু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
রোববার (২ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সাংবাদিক আতাউর রহমান বাবু শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের ছেলে ইংরেজী দৈনিক অবজারভারের চিফ ফটোগ্রাফার জীবন আমীর পিবিএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্বাসকষ্টজনিত কারণে শনিবার রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য বাবু টানা ৪০ বছর ধরে ফটো সাংবাদিকতায় জড়িত রয়েছেন। সাপ্তাহিক বিচিত্রা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর মর্নিং সান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও নিউজরুম ফটো এজেন্সিতে কাজ করেন।
তিন সন্তানের জনক বাবু। কনিষ্ঠপুত্র ক্যান্সার আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন। অপর দুই সন্তান জীবন আমীর ইংরেজী দৈনিক অবজারভারের চিফ ফটোগ্রাফার ও আতিকুর রহমান জনি আজকালের খবর পত্রিকায় কর্মরত রয়েছেন।
এ দিকে সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান বাব ‘র ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বার্তা সংস্থা পিবিএ। পিবিএ পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় পিবিএ সম্পাদক জাহিদ ইকবাল শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,সিনিয়র এ ফটো সাংবাদিকের মৃত্যুতে যে ক্ষতি হলো তা কোন ভাবেই পুরণ হওয়ার নয়।
পিবিএ/জেআই