মালয়েশিয়ায় পুচং এ বাংলাদেশী মসজিদ সুরাও আন নুর তাকওয়ার উদ্ভোধন


কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া :মালয়েশিয়ার পুচং এ বাংলাদেশী মসজিদ, সুরাও আন নুর তাকওয়ার যাত্রা শুরু হয়েছে। স্থানীয় নাগরিকদের সহযোগীতায় প্রায় এক বিঘা জমির উপর নির্মিত এ মসজিদের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাতু হাজি শরিফ বিন ইস্কান্দার। ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা নাজমুল ইসলাম বাবুল। এসময় মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। ছিলেন, মালয়েশিয়ান নাগরিক ইঞ্জিনিয়ার আজালান বিন মোহাম্মদ, ইঞ্জিনিয়ার ফায়সাল মোহাম্মদ সালেহসহ অনেকে।

পিবিএ/ কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...