সুন্দরবনে অঘোষিত রেড অ্যালার্ট জারি

সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার

পিবিএ, খুলনা: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।বনজসম্পদ রক্ষা, বন্যপ্রাণী পাচার ও নাশকতা রোধ এবং পর্যটকদের নিরাপত্তার বিয়ষ নিশ্চিত করতে অঘোষিত এই রেড অ্যালার্টের মাধ্যমে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি সীমিত করা হয়েছে। ঈদের আগ থেকে শুরু করে এ রেড অ্যালার্ট ঈদের পরও বলবৎ থাকবে।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘দেশের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সংরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। এই বনে সুন্দরী, গেওয়া, গরান, পশুরসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদসহ রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরাসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী এবং সরীসৃপ, ৮ প্রজাতির উভচরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। নদীতে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির কুমির। মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত সুন্দরবনের নদ-নদী ও খালে রয়েছে রুপালি ইলিশ, বিভিন্ন প্রজাতির চিংড়িসহ মিঠা ও লবণ পানির ৪০০ প্রজাতির মাছ। এসবের সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সুন্দরবনে চোরা শিকারি প্রবেশ, বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) সুন্দরবন সারা পৃথিবীর জন্য সম্পদ, একে রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...