ঈদ মৌসুমে মেহেদি চাষে স্বাবলম্বী চাষিরা

পিবিএ ডেস্কঃ ঈদের কেনাকাটা প্রায় শেষ।শুরু হয়েছে হাতে রাঙানোর মেহেদি কেনার ধুম। বাহারি নকশায় সাজাবে দুই হাত, তরুণীদের মাঝে শুধু তারই বন্দনা। পাশাপাশি ছেলেরাসহ নানা বয়সী মানুষও ঈদে মেহেদি পড়তে দেখা যায়। সহজলভ্যতা ও ঝামেলা এড়াতে বিগত কয়েক বছর ধরে টিউব মেহেদিই অনেকটা বাজার দখল করে রেখেছে। তবে গাছের মেহেদির কদর কিন্তু একবিন্দুও কমেনি। সহজলভ্যতা ও ঝামেলা এড়াতে বিগত কয়েক বছর ধরে টিউব মেহেদিই অনেকটা বাজার দখল করে রেখেছে। তবে ,গাছের মেহেদির কদর কিন্তু একবিন্দুও কমেনি।

ঈদ মৌসুমে ব্যস্ততা বেড়েছে মেহেদি চাষিদের।প্রকৃতির এমন মেহেদি চাষ করে স্বাবলম্বী সাভারের অনেক চাষি। আর এ সময় বাড়তি মুনাফা ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন তারা। বিশেষ করে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী, বাহেরচরসহ বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে মেহেদি চাষ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাভারে প্রায় ১৬ হেক্টর জমিজুড়ে মেহেদি পাতা চাষাবাদ হচ্ছে। এ কৃষিকে পুঁজি করে জীবিকার মাধ্যমে প্রায় ৫০টি পরিবার স্বাবলম্বী হয়ে উঠেছে। এ চাষ প্রক্রিয়া খুবই সামান্য খরচেই করা যায়। একবার রোপণ করা গাছ থেকে একাধিকবার ডগা কেটে রোপণ করে মেহেদি উৎপাদন করা যায়। একটি মেহেদি গাছ থেকে বছরে পাঁচবার ডালসহ পাতা পাওয়া যায়।

পিবিএ/এমএস

আরও পড়ুন...