শুধু জায়নামাজ, ছাতা নিয়ে যাবেন ঈদের নামাজে

পিবিএ,ঢাকা: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিরা শুধু জায়নামাজ নিয়ে যাবেন। প্রয়োজনে ছাতা নিয়েও প্রবেশ করতে পারবেন। এছাড়া অন্য কিছু বহন না করার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহের ভেতরে চারপাশের এলাকায় সিসি ক্যামেরা লাগানো থাকবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে এগুলোর ফুটেজ মনিটরিং করা হবে। এছাড়াও আগত মুসল্লিদের তিন ধাপে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করতে দেয়া হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...