পিবিএ,সিলেট: সুনামগঞ্জের দিরাই থেকে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে নিখোঁজর ৯ দিন পর হবিগঞ্জের বিবিয়ানা নদী থেকে জীবন দাস (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জয়কৃষ্ণ দাসের ছেলে।
রবিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামের পাশ দিয়ে বযে চলা বিবিয়ানা নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ। সোমবার (৩জুন) সকালে নিহতের ছোট ভাই লিটন দাস জানান, ২৪ মে শুক্রবার সন্ধ্যায় কুলঞ্জ গ্রামের নুর ইসলামের ছেলে রাজন মিয়ার সাথে বেড়াতে গিয়ে আমার ভাই নিখোঁজ হয়।
অনেকে খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে আমার সহোদর ভাই জীবন দাসের বন্ধু রাজনের সাথে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ব্যাপারে ২৭ মে আমি দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি করি। তিনি আরো বলেন, বেড়াতে যাবার পর ঐদিন দিবাগত রাত ৮টার দিকে লিটনের মোবইল ফোনে কল করে রাজন জানতে চায় জীবন দাস বাসায় ফিরেছে কি না?
বাসায় না ফেরার কথা জানানো হলে পরদিন রাত ৯টার দিকে রাজন মিয়া জীবনের বাড়িতে গিয়ে জীবনের ব্যবহৃত মোবাইল ফোন ও মানি ব্যাগ ফেরত দিয়ে যায় এবং সে এও জানায় জীবন তার কাছে মোবাইল ফোন ও মানি ব্যাগ রেখে পার্শবর্তী নবীগঞ্জ উপজেলার আমরাখাই গ্রামে গেছে।
এদিকে রোববার বিকেলে পাশ্ববর্তী হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত নামা হিসাবে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে হবিগঞ্জ জেলা সদও হাসপাতালেপ্রেরণ করে।
এদিকে জীবনের পরিবারের লোকজন দিরাই থেকে নবীগঞ্জ থানায় গিয়ে লাশটি নিখোঁজ জীবনের বলে শনাক্ত করেন। সোমবার (৩জুন) দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম পিবিএকে জানান, ময়না তদন্তের পর লাশটি নবীগঞ্জ থানা পুলিশ পরিবারের নিকট হস্তান্তর করবে। তিনি আরো বলেন, জীবন দাসের নিখোঁজ ও পরবর্তীতে রহস্যজনক মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপুর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।,
পিবিএ/এইচএসএ/আরআই