ভিড় বেড়েছে সেলুন-জেন্টস পার্লারেও, গ্রাহকদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে কর্মীরা

পিবিএ ডেস্কঃ ঈদের শপিংমল এ ভিড় এর পাশাপাশি ভিড় বাড়ছে রাজধানীর সেলুনগুলোতে। শেষ সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে কর্মীরা।

ঈদের আগে পরিপাটি হয়ে হাজির হওয়ার চেষ্টা থাকে সবার মাঝেই। তাই পাড়ার সেলুন থেকে বড় বড় জেন্টস পার্লার সবখানেই এখন ভিড়।

নতুন রঙ লাগছে কারো কারো চুলে। চেহারায় চাকচিক্য ভাব আনতে ফেসিয়ালসহ বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছেন অনেকে। শিশুদের চুল কাটার ধরণেও দেখা যাচ্ছে পরিবর্তন।
ঈদের বাড়তি ভিড় সামলাতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে জেন্টস পার্লারের কর্মীদের। চোখে পড়ছে তাদের আকর্ষণ বাড়ানোর নানা চেষ্টা।

কর্মীরা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় ঈদে কাজের চাপ বেশি থাকে। তাই অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। পরিশ্রম বেশি হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করায় তা আর মনে হয় না।

ভিড় বাড়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। কোনো কোনো সেলুন ও জেন্টস পার্লারে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।

পিবিএ/এমএস

আরও পড়ুন...