ভিজিএফ’র চাল আত্নসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পিবিএ,কুড়িগ্রাম: হাতে স্লিপ গোডাউন ফাঁকা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর-রশীদের বিরুদ্ধে ভিজিএফ এর ৯.৬৯০ মেঃটন চাউল চুরি করেছেন বলে তথ্য প্রমান পাওয়া গেছে। যাহার সরকারী মুল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

ভিজিএফ'র চাল আত্নসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
হাতে স্লিপ গোডাউন ফাঁকা

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬ হাজার ৬৩৪ গরীব দুস্থদের মাঝে বরাদ্দ আসে। সোমবার (৩জুন) সকালে চাল বিতরণের কাজ শুরু করলে মাঝ পথে এসে ৬৪৬ জন উপকার ভোগীর চাল না পেয়ে ইউনিয়ন পরিষদ চত্তরে হট্টগোল শুরু হয়। এ চাউলের পরিমান ৯.৬৯০ মেঃ টন।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ঘটনাস্থলে দ্রুত এসে গোডাউনে চালের বস্তা দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্য দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ পরিষদে উপস্থিত থেকে অন্যত্র থেকে চাল এনে বিতরণ করার চেষ্টা করলে তা বাধা প্রদান করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার বিজয় কুমার রায় জানান, ৬৪৬ জন উপকারী ভোগী তাদের স্লিপের চাল মাস্টার রোল মোতাবেক পাইনি আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান, একটি অসাধু চক্র উপকার ভোগীদের স্লিপ স্ক্যান করে চাল উত্তোলন করেছে সে কারনে চাউল কম হয়েছে তবে এগুলোও দেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত একটি স্বাক্ষরিত চিঠিতে চাউল আতœসাতের অভিযোগ সঠিক। আমরা সেখানে গিয়ে দেখি ৬৪৬ জন গরীব মানুষ চাউল পাননি। তবে উদ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন জানান, বিষয়টি আমি শুনেছি আমার অফিসার রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার জানান, আমি এসে দেখি গোডাউনে চাল নেই এগুলো আত্মসাত করা হয়েছে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...