পিবিএ,সাভার: সাভারের ধামরাইয়ের কালামপুরে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (৩জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৩জুন) রাত ৮টার দিকে ধামরাইয়ের কালামপুরে একটি ফ্যাক্টরির সামনে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তবে এখন বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসেছেন।
পিবিএ/আরআই