গৌরনদীতে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত

পিবিএ,গৌরনদী,বরিশাল: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা সদরের উত্তর পালরদী গ্রামে দু পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত ভাসাই বিশ্বাসের দুই ছেলে ফিরোজ বিশ্বাস (২৫) ও সাইফুল বিশ্বাস (১৮) মিলে রোববার বিকেলে তাদের একই বাড়ির সামনের কবরস্থানের পাশে বসে গরু বহনকারী তাদের একটি খালি পিকআপ ভ্যান ধুয়ে পরিস্কার করে। এতে পিকআপ থেকে ফেলা গোবর ও পানি পড়ে কবসস্থানটির পরিবেশ নোংরা হয়। ঘটনা দেখে ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে একই বাড়ির মৃত বেলায়েত আলী বিশাসের ছেলে ও উপজেলা সদরের ভিডিও ব্যবসায়ী রহিম বিশ্বাস (৪০) ফিরোজ ও সাইফুলকে বকা ঝকা করে।

এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও সাইফুল মিলে লাঠিশোটা নিয়ে রহিম বিশ্বাসের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় রহিমকে রক্ষায় তার স্বজনরা এগিয়ে এলে ফিরোজ-সাইফুলের সাথে যোগ দেয় তাদের স্বজনরা। তখন উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রহিম বিশ্বাস (৪০), তার বড়ভাই মৃত বাবুল বিশ্বাসের স্ত্রী পাখি বেগম (৪৫) ও প্রতিপক্ষ ফিরোজ-সাইফুলের মা মনজু বেগম (৫৫) আহত হয়। গুরুতর আহত রহিম বিশ্বাস(৪০) ও প্রতিপক্ষ ফিরোজ-সাইফুলের মা মনজু বেগম (৫৫)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখার সময় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সরোয়ার জানান, ঘটনাটি এখন পর্যন্ত কেউ পুলিশকে জানায়নি এবং কোন পক্ষই কোন প্রকার অভিযোগ নিয়ে থানায় আসেনি।

আরও পড়ুন...