পিবিএ ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতে শুভসূচনা করেছে বাংলাদেশ। তাই বাংলাদেশ দল এখন রয়েছে ফুরফুরে মেজাজে। লন্ডনে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে দেখা গেছে মাশরাফী-সাকিবদের। বাংলাদেশের মানুষ যখন ঈদ উদযাপন নিয়ে ব্যস্ত, সেখানে মাশরাফীরা ব্যস্ত খেলা নিয়ে। ঈদ নিয়ে টাইগারদের ভাবনা কী? সোমবার (৩জুন) সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘আমাদের তো ঈদ এখানেই, খেলাই ঈদ আমাদের।’
এরপর দোয়া চেয়ে মাশরাফী বলেন, ‘আপনারা ঈদ করেন, দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ।’ গতকাল রবিবার রাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন টাইগাররা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩৩০ রান করে। বিশ্বকাপের ইতিহাসেও যা সর্বোচ্চ।
পিবিএ/আরআই