পরিবারের সঙ্গে অভিমান করে ছাত্রের আত্মহত্যা

আল আমীন সুমন, পিবিএ, রংপুর: রংপুর নগরীর কলেজ পাড়ায় নিজ গলায় ফাঁস লাগিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন। তিনি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র। পরিবারের সঙ্গে অভিমান করে আরাফাত আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন পুলিশ।
সোমবার (৩ জুন) রাত সোয়া ১১টার দিকে নগরীর কলেজ পাড়ার আকবারিয়া জামে মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আরাফাত হোসেন ভূমি কর্মকর্তা মরহুম ওয়াদুদ আলীর ছেলে। তার মা কারিমা ওয়াদুদ নগরীর ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে তাজহাট মেট্রো পুলিশ।
তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন পিবিএ কে জানান, ‘আরাফাত হোসেন এরআগেও দুইবার আত্নহত্যার চেষ্টা করছিলেন। আমরা তার পরিবারের সাথে কথা বলে আত্নহত্যার কারণ জানার চেষ্টা করছি।’
স্থানীয়রা জানান, পারিবারের সাথে অভিমান করে আরাফাত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার আরাফাতকে অসুস্থ বলে দাবি করছেন।
এব্যাপারে তাজহাট থানার পুলিশের ওসি অপারেশন আজিমুল ইসলাম পিবিএ কে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর বব্যবস্থা করেছি। এখন পর্যন্ত আত্নহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে।
পিবিএ/ এএস/ জেডআই

আরও পড়ুন...