পিবিএ, ডেস্ক: প্রথমে বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও সব হিসাব-নিকাশ শেষে শেষ পর্যন্ত চারটি ছবি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। তারমধ্যে দুটি সিনেমাকে বাণিজ্যিক সিনেমা হিসেবে ধরছেন চলচ্চিত্র বোদ্ধারা। চলুন, দেখা দেখা যাক- এবারের ঈদে কোন ছবির ধরন কেমন, আর পাত্র-পাত্রী ও কলাকুশলীরাই-বা কারা!
পাসওয়ার্ড : সামাজিক অ্যাকশন ঘরানার ছবি ‘পাসওয়ার্ড’। অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ছবির গল্প। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হন্যে হয়ে খুঁজতে থাকেন ডন। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, নাদের খান, ইমন, তনিমা প্রমুখ। আব্দুলস্নাহ জহির বাবুর কাহিনি ও চিত্রনাট্য নিয়ে ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি।
নোলক : সাকিব সনেট অ্যান্ড টিমের পরিচালনায় নির্মিত ‘নোলক’ একটি পারিবারিক আবেগের ছবি। মূলত দুটি পরিবারের গল্প নিয়ে ছবির কাহিনী। এই দুই পরিবারের মধ্যে তৃতীয় একটি পক্ষ এসে অশান্তি সৃষ্টি করে। ছবির কাহিনী লিখেছেন ফেরারী ফরহাদ। এতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, ববি, তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, শহীদুল আলম সাচ্চু, রেবেকা প্রমুখ।
আবার বসন্ত : অসম প্রেমের গল্পের ছবি ‘আবার বসন্ত’। আবার একজন বাবার একাকিত্বের গল্পও উঠে এসেছে ছবির অনেক অংশে। এই বাবা তার সন্তানের জন্য জীবনের বড় একটা অংশ ব্যয় করে। কিন্তু একসময় বাবার পাশে সন্তানকে পাওয়া যায় না। প্রশ্ন ওঠে, তবে দায়িত্ব কি কেবল বাবারই। ছবিতে অভিনয় করেছেন অভিনয় তারিক আনাম খান, স্পর্শিয়া, আনন্দ খালিদ, মুক্তি জাকারিয়া, ইন্তু, রাতিশ প্রমুখ। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন।
গোয়েন্দাগিরি : একদল কিশোর ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যায়। তাদের স্বপ্ন বড় হয়ে গোয়েন্দা হবে। তাদের কারও আদর্শ শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড। সেই ছেলেমেয়েদের শখের গোয়েন্দা হওয়ার এই অভিযান নিয়েই সিনেমা গোয়েন্দাগিরি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিম সাহনিক, রাশেদ শাওন, জিনাত হোসেন ও আপেল মাহমুদ। পরিচালনা করেছেন নাসিম সাহনিক। অভিনয়ে মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টি প্রমুখ।
পিবিএ/বিএইচ