রুপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

রুপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

পিবিএ,নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪জুন) সকাল ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, লেগুনা যাত্রী কিশোরগঞ্জের ভৈরব থানার শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২), একই জেলার বাজিতপুর থানার পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪)। অন্যদিকে নিহত লেগুনার চালকের পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আব্দুস সামাদ গণমাধ্যমকে জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ভৈরব যাচ্ছিল। পথে তেতলাবো এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালক ও দুই নারী নিহত হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে দুই নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি একজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...