পিবিএ ডেস্কঃ গুজরাটের নারোদায় রবিবার বিজেপির বিধায়ক বলরাম থাওয়ানির অফিসে গিয়েছিলেন ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেত্রী নিতু তেজওয়ানি। সেখানে নিতুকে লাথি মারতে থাকেন ওই বিধায়ক।
এনসিপি নেত্রীকে লাথি মারার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এনসিপি নেত্রীকে লাথি মারার বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর থেকে বেশ সমস্যার মুখে রয়েছেন বিধায়ক বলরাম। এ নিয়ে ওই বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন নিতু।
এনসিপি নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, বিজেপির শাসনে নারীরা কি নিরাপদ?
ওই দিনের বর্ণনা দিয়ে নেত্রী নিতু বার্তা সংস্থাকে জানিয়েছে, আমি স্থানীয় একটি ইস্যুতে উপস্থিত হয়েছিলাম বিজেপি দলীয় বিধায়ক বলরাম থাওয়ানির অফিসে। আমার কথা শোনার আগেই তিনি আমাকে থাপ্পর মারতে থাকেন। এতে আমি পড়ে যাই। এ সময় তিনি আমাকে লাথি মারতে থাকেন। তার লোকজন আমার স্বামীকে পর্যন্ত প্রহার করতে থাকে। তাই আমি মোদিজির কাছে জানতে চাই, বিজেপির শাসনের অধীনে নারীদের জীবন কেমন নিরাপদ?
পিবিএ/এমএস