পিবিএ,ঢাকা: ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা লুটের চক্রটি বাংলাদেশ থেকে তাদের পরবর্তী মিশন ভারতে যাওয়ার কথা ছিল বলে জানায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। আটককৃতরা সবাই ইউক্রেনের নাগরিক। আসামি হলেন দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তিনি এ তথ্য জানান।
আব্দুল বাতেন জানান, তারা ৭ জন ইউক্রেন থেকে ৮ দিনের ভিসা মিয়ে বাংলাদেশে এসেছেন। ১ জন পালিয়ে গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে। দক্ষিণ এশিয়ায় ব্যাংকগুলো এনসিআর কোম্পানির এটিএম বুথ ও সফটওয়্যার ব্যবহার করে। তারা এই সফটওয়্যারের বিষয়ে পারদর্শী তাই তারা এসব দেশকেই টার্গেট করেছে।
আটককৃতরা বাংলাদেশ থেকে তাদের পরবর্তী মিশন ভারতে যাওয়ার কথা ছিল। তাদের নিকট অনেকগুলো এটিএম কার্ড ছিল সেগুলোতে লেখা ছিল ডিসকাউন্ট কার্ড। তারা বাংলাদেশের কোন সিম ব্যবহার করেনি। ইউক্রেন থেকে কানেক্টিভিটি তৈরী করে এটিএমে কার্ড প্রবেশ করালেই বুথের সব টাকা চলে আসে।
তারা ইংলিশ ভাষা ভালভাবে বলতে পারে না, বাংলা ভাষাও বুঝে না। আইটি বিশেষজ্ঞ, ব্যাংক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ এগুচ্ছে । ভাষাগত কারনে জিজ্ঞাসাবাদে একটু সমস্যা হচ্ছে।
ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে সব টাকা লুটে নেয়ার বিষয়ে সিআইডি প্রথমে বিষয়টি নজরে আনে । বর্তমানে খিলগাও থানার এই মামলাটি ডিবি তদন্ত করছে।
উল্লেখ্য,গত শনিবার সকালে বাড্ডার এটিএম বুথের টাকার হিসাব মেলানোর সময় তিন লাখ টাকা কম হয়। ওই এটিএমের দায়িত্বে ছিলেন ওরনেট গ্রুপের নিরাপত্তাকর্মী। সিসিটিভি ফুটেজ দেখে ব্যাংক কর্তৃপক্ষ দুই বিদেশি কর্তৃক টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়। এরপর সব এটিএম বুথে নিরাপত্তা বাড়ায় ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার রাতেই খিলগাঁওয়ের তালতলা এলাকায় ডাচ্-বাংলার এটিএমে টাকা চুরি করতে গেলে দুই বিদেশির একজন ধরা পড়েন। পরে আরও পাঁচ বিদেশিকে আটক করে পুলিশ।
পিবিএ/এমআইএস/ জেডআই