চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গায়: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬বিজিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি । মঙ্গলবার (৪জুন) সকাল সাড়ে ১০টার দিকে পরিক্তত অবস্থায় এ মদ উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গায় বিজিবি'র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক লে.কর্নেল ইমাম হাসান জানান, দামুড়হুদার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর চেকপোষ্ট নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা বলে বিজিবি জানায়।উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...