ঈদের রাতে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

ঈদের রাতে বিজিবি'র অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার
ঈদের রাতে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বধুবার (৫জুন) ভোর রাতে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক লে.কর্নেল ইমাম হাসান জানান,দামুড়হুদা দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা গ্রামের দর্শনা আমবাগান নামক স্থান থেকে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

অপর এক অভিযানে,দামুড়হুদার বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সীমান্তবর্তী বাজিতপুর গ্রামের একটি লিচুবাগান নামক থেকে থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

অন্য এক অভিযানে,চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের ঝাঝাডাঙ্গা মাঠ নামক স্থান হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২১ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিল ও মদের অনুমানিক মূল্য এক লক্ষ দশ হাজার পাঁচশত টাকা বলে বিজিবি জানায়। ফেন্সিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...