এমপি-মন্ত্রীদের নিয়ে সিলেট শাহী ঈদগাহ’র মোতাওয়াল্লী’র কটুক্তি

পিবিএ,সিলেট: ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী জহির বখতের বিরুদ্ধে সিলেটের এমপি, মন্ত্রীদের নিয়ে কটুক্তির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫জুন) পবিত্র ঈদুল ফিতরের নামাজপূর্বক বক্তৃতা কালে তিনি এ কটুক্তি করেন। এসময় উপস্থিত আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান কটুক্তির প্রতিবাদ করলে তিনি বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে থাকেন।

এমপি-মন্ত্রীদের নিয়ে সিলেট শাহী ঈদগাহ'র মোতাওয়াল্লী'র কটুক্তি
সিলেট শাহী ঈদগাহ

বিষয়টি নিশ্চিত করে মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, শাহী ঈদগাহর সংস্কার ও সীমানা প্রাচীর মেরামত প্রয়োজন। এক পর্যায়ে তিনি বলেন অনেক মন্ত্রী-এমপি এই ঈদগাহে আসলেন, গেলেন। তারা অনেক উন্নয়ন করবেন বলে বিভিন্ন সময় আশ্বাস দিলেও কেউই কথা রাখেন নি।

এসময় ঈদগাহ’র সংস্কার ও উন্নয়নের জন্য তিনি সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি আহবান জানান। এমপি, মন্ত্রীদের নিয়ে এমন বক্তব্যের সাথে সাথে উপস্থিত আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ছাড়াও মুসল্লীরা প্রতিবাদ করেন। পরে মুসল্লীদের প্রতিবাদের মুখে এ প্রসঙ্গ থেকে সরে গিয়ে কৌশলী দু:খ প্রকাশ করেন।

তবে তার বক্তব্য প্রত্যাহার না করায় ক্ষোভের সঞ্চার হয় মুসল্লীদের মাঝে। তারা বলেন- সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর উন্নয়নে সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রচুর অর্থ দিয়েছেন, অনেক কাজও করিয়েছেন। এর আগের অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানও শাহী ঈদগাহর উন্নয়নে কাজ করেছেন।

এসব কাজের প্রসংশা না করে ঈদের দিন মোতাওয়াল্লী মন্ত্রীদের নিয়ে এসব বলা কটুক্তিপূর্ণ বলে মনে করছেন ঈদের নামাজে আগত মুসল্লীরা।

পিবিএ/টি/আরআই

আরও পড়ুন...