পিবিএ,ফরিদপুর: ভাঙ্গায় সরকারি প্লট বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে ৫০ লক্ষাধিক টাকা বানিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগ মতে, প্রায় ৩ বছর আগে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারের কয়েকটি সরকারি দোকান ঘরের প্লট একই পরিবারভ’ক্ত ৪ সদস্য ভ’য়া কাগজপত্র বানিয়ে ১ সনা বন্দোবস্ত গ্রহন করে। পরে তা সরকারি বন্দোবস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৃতীয় পক্ষের নিকট প্রায় ৫০ লক্ষাধিক টাকায় বিক্রয়পূর্বক হস্তান্তর করে। বন্দোবস্তপ্রাপ্তরা হলেন, দেওড়া গ্রামের মৃত: আদম মাতুব্বরের পুত্র ফজলুল হক মাতুব্বর, তার ২ পুত্র লুৎফর মাতুব্বর ও মাহাবুব মাতুব্বর এবং স্ত্রী রিজিয়া বেগম। এরমধ্যে লুৎফর মাতুব্বর ঐ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ভাঙ্গা থানার মামলা নাম্বার ২৫, তারিখ ১৮.০৫.২০১৮ ইং ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪ এর ১৯(১) টেবিল ৯(ক) চলমান আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার অনেকেই বলেন, ইতিপূর্বেও এই পরিবারটি বাজারের অনেক সরকারি জমি ও খাল অবৈধভাবে দখল ও বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বছর তিনেক আগে দেওড়া বাজারে অবৈধভাবে তাদের ৫ লক্ষাধিক টাকায় বিক্রয়কৃত সরকারি একটি জমিতে টিনশেড বাড়ি নির্মান করলে তৎসময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান কবির তা ভেঙ্গে গুড়িয়ে দেয়। জমিটির ক্রয়কারি আটড়া ভাষড়া গ্রামের আক্কেল সাধুর পুত্র আকবর ঘরবাড়ি থেকে উচ্ছেদ হলেও তার পাওনা টাকা ফেরত দেয়নি চক্রটি। ভ’মিদস্যু এই পরিবারটি স্থানীয়ভাবে লাঠিয়াল হওয়ায় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনা। এ কারনেই প্রতারনার শিকার আকবর শত দেন-দরবার করেও তার পাওনা টাকা আজও ফেরত পায়নি।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা ভ’মি অফিসের সহকারি কমিশনার হিমাদ্রী খীসা পিবিএ প্রতিনিধিকে বলেন, আমার দফতরে এলাকাবাসির পক্ষ থেকে ভূমিদস্যু ঐ পরিবারের দূর্ণীতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অচিরেই বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পিবিএ/জেআই