ইউনিভার্সিটি পুত্রায় বাংলাদেশী শিক্ষার্থীদের ঈদ উদযাপন

ইউনিভার্সিটি পুএায় বাংলাদেশী শিক্ষার্থীদের ঈদ উদযাপন

কায়সার হামিদ হান্নান,পিবিএ,মালয়েশিয়া: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বাংলাদেশী শিক্ষার্থীরা ঈদুল ফিতর উদযাপন করেছে। স্থানীয় সময় সকাল আটটায় তাদের নিজস্ব ক্যাম্পাস মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা।

পরে তাদের নিজস্ব ক্যাম্পাসে এক ঈদ আড্ডায় স্মৃতি রোমন্থন ও সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের পিএইচডি স্কলাররা স্বপরিবারে অংশগ্রহণ করেন। চলতি বছরে ইউপিএম ক্যাম্পাসে বিএআরসির এনএটিপি প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন বিজ্ঞানী পিএইচডি গবেষনার অংশ গ্রহন করেন।

বর্তমানে ইউপিএম ক্যাম্পাসে প্রায় চার শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী অবস্থান রয়েছে । ঈদ আড্ডাটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ আল-মামুন ও সিরাজুল ইসলাম।

পিবিএ/আরআই

আরও পড়ুন...