সামরিক বাহিনীর হামলায় সুদানে নিহত ৬০

পিবিএ,ঢাকা: আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর অতর্কিত হামলায় এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থানরত নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল (টিএমসি) বাহিনীর হামলায় এ ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর হামলায় সুদানে নিহত ৬০

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওমর আল বশিরের ক্ষমতাচ্যুতির পর এখন পর্যন্ত ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় টিএমসি বাহিনীর সৈন্যরা। সেইসঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে হওয়া বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোকেও বাতিল ঘোষণা করা হয়েছে।

দেশটির মেডিকেল বোর্ড জানায়, সোমবার সামরিক বাহিনীর হামলার পর নাইলে ৪০ জনের লাশ পাওয়া গেছে। এর আগে বিক্ষোভ শুরু হলে সামরিক বাহিনীর হামলায় ২০ জন নিহত হয়। বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চালিয়ে আসছিল। সামরিক বাহিনীই তাদের ওপর হামলা চালিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ হামলার পর থেকেই সুদানের সামরিক বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

বুধবার টিএমসি নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের ওপর টিএমসি বাহিনীর সদস্যদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সঙ্গে হওয়া বৈঠকে নেওয়া সিদ্ধান্ততেই ফিরে যেতে রাজি আছি।’

প্রসঙ্গত, দারিদ্র্যপীড়িত সুদানে ২০১৮ সালের ডিসেম্বর থেকেই রুটি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে দেশটির রাষ্ট্রপতি বশির আল-ওমরের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের কারণে এই বিক্ষোভ উল্টো তার পতনের দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

পিবিএ/আরআই

 

আরও পড়ুন...