পিবিএ,সুনামগঞ্জে: ভারত থেকে মাদকের চালান নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র টহল দদল হাবিবুর রহমান (১৯) ওরফে হাবিব্যা নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার থানা পুলিশ ওই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
হাবিবুর উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের কাঁচামাল (সবজি)ব্যবসায়ি কালা মিয়ার ছেলে। বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টার জানায়, উপজেলার বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা দিয়ে ওপারের ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসার পর টেকেরঘাট বিওপির বিজিবির টহল দল বড়ছড়া মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে বুধবার বিকেলে হাবিবুর ওরফে হাবিব্যাকে একটি মোটরসাইকেল ও বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ১১ বোতল মদ, বাংলাদেশি ১৭৯০ টাকা সহ আটক করে।
আটককৃত মদ ও মোটরসাইকেলের মুল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার ৪৯০ টাকা।,
এ ব্যাপারে বিজিবি টেকেরঘাট বিওপির হাবিলদার আবদুর রাজ্জাক বাদী হয়ে জব্দকৃত মোটরসাইকেল ভারতীয় মদ সহ আটককৃতকে রাতে থানায় সোপর্দ করার পর একটি মামলা দায়ের করেন।,
বৃহস্পতিবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, মাদকের চালান সহ আটকের পর পরিচয় গোপনে বিভ্রান্তি ছড়াতে নিজেকে ভিন্ন নামে চালিয়ে দিতে চেয়েছিল,পরে স্থানীয় লোকজনের মাধ্যমে বিজিবি জানতে পারে আটককৃত’র নাম হাবিবুর রহমান ওরফে হাবিব্যা।
পিবিএ/এইচএ/বিএইচ