নিয়ন্ত্রণহারিয়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল দুই শিশুর

পিবিএ, ডেস্ক: কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই পথচারী শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নূরীতলা আশা জুট মিলের সামনে তাদেরকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাদের কুমিল্লা মেডিকের কলেজে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে ।

নিয়ন্ত্রণহারিয়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল দুই শিশুর
সড়ক দুর্ঘটনা

 

নিহতরা হলো জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আতাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাঈনুদ্দিন জিসান (৮) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে কাউসার (১০)। তার একে অপরের চাচাতো ভাই।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়ক অনেকটাই ফাঁকা। সে সুযোগে চলাচলরত গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। বুধবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী শিশুকে চাপা দিয়ে মহাসড়ক সংলগ্ন আশা জুট মিলের গেইটে ঢুকে পড়ে। এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়। ঘাতক প্রাইভেটকারটি আটক আছে।

এ ঘটনায় নিহত শিশু জিসানের বড় ভাই নূর উদ্দিন একটি মামলা দায়ের করেন।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...