সিলেটে চাচার হাতে ভাতিজা খুন

পিবিএ,সিলেট: সিলেট সদর উপজেলার শিবের বাজার রায়েরগাও গ্রামে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। নিহত যুবক দুলাল আহমদ (২০) ওই গ্রামের মৃত আবুল বশরের ছেলে। বৃহস্পতিবার (৬জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেটে চাচার হাতে ভাতিজা খুন

জানা গেছে, সকালে নিহতের চাচা সিরাজুল ইসলামের হামলায় গুরুতর আহত হন দুলাল আহমদ (২০)। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুক।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকিল উদ্দিন আহমদ জানান, শিবের বাজার রায়েরগাও গ্রামে চাচার হাতে ভাতিজা খুনের খবর পেয়েছেন। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

পিবিএ/আরআই

 

আরও পড়ুন...