দুই বাসের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ২০

পিবিএ,বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আহত করতোয়া গেটলকের চালক মো. শহিদুল ইসলাম (৪০) দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাসী বাস অপু পরিবহন এর সাথে বগুড়াগামী করতোয়া গেটলক এর সাথে মুখোমূখী সংঘর্ষ হলে করতোয়া গেটলক গাড়িটি রাস্তার পশ্চিম পার্শ্বে ডেইরী ফার্মের পাশে খাদে পড়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে ১৫ জন পুুরুষ ও ৯জন মহিলা রয়েছেন। হাসপাতালে আহত করতোয়া গেটলকের চালক মো. শহিদুল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুনী কবীর পিবিএকে জানান, ঘটনাস্থলে কেউ মারা যায়নি তবে চিকিৎসাধীন অবস্থায় করতোয়া গেটলকের ড্রাইভার মারা গেছে, তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে।

অপরদিকে করতোয়া গেটলকের চালক মো. শহিদুল ইসলামের মৃত্যুতে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেছে। বাদ মাগরিব তার গ্রামের বাড়িতে তাকে নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

পিবিএ/এবিএস/অরআই

আরও পড়ুন...