পিবিএ,ঢাকা: রাজধানীর বনানীতে ঈদের দিন ছয় তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ কর্মকর্তার মেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে বনানীর ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।
নিহতের নাম ইলোনা তাকওয়া (১৮)। তার বাবা কোহিনুর মিয়া পুলিশের সাবেক উপকমিশনার। পুলিশ জানিয়েছে, ঈদের দিন বুধবার বিকালে বনানীর বাসার ছয় তলা থেকে লাফিয়ে পড়েন ইলোনা। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি ফরমান আলী জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তাকওয়ার লাশ স্বজনরা নিয়ে যান। গতকালই তার দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ফরমান আলী আরও জানান, কোহিনুর মিয়ার মেয়ে তাকওয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
পিবিএ/আরআই