কণ্ঠশিল্পী নোবেলের দাদি আজ পরলোক গমন করেন

পিবিএ ডেস্কঃ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্নার মা মুক্তিয়া বেগম (৮০)বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহত মুক্তিয়া বেগম ভারতের জি-বাংলার সারেগামাপার রিয়্যালিটি শোর বাংলাদেশি প্রতিযোগী খ্যাতনামা কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের দাদি।

আজ শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদে জানাজা শেষে শহরের মাকার্জ মহল্লা কবরস্থানে মুক্তিয়া বেগমকে দাফন করা হয়।

মুক্তিয়া বেগমের মৃত্যুতে গোপালগঞ্জের গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...