পিবিএ,ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন এডেন হ্যাজার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বেলজিয়ামের এই ফরোয়ার্ডের সঙ্গে রিয়ালের চুক্তি হবে পাঁচ বছরের; ট্রান্সফার ফি হবে ১৫ কোটি পাউন্ডে উপরে। চুক্তির প্রায় সবকিছুই ঠিকটাক। বাকি কেবল ডাক্তারি পরীক্ষা। ১৩ জুন ডাক্তারি পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে হ্যাজার্ডের দল-বদলের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
ফরাসি ক্লাব লিল থেকে ২০১২ সালে চেলসিতে নাম লেখান হ্যাজার্ড। এরপর ক্লাবটির হয়ে খেলেছেন ৩৫২টি ম্যাচ। করেছেন ১১০টি গোল। গত সপ্তাহে ইউরোপা লিগে দলের জয়ে জোড়া গোল করেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। চেলসি ছাড়া নিয়ে ফেসবুকে এক পোস্টে ২৮ বছর বয়সী হ্যাজার্ড লিখেছেন, “চেলসি ছাড়া এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্ত।”
হ্যাজার্ডকে নিয়ে চেলসি পরিচালক মেরিনা গ্রানোভস্কিয়া বলেছেন, “আমাদের সঙ্গে সে যেসব স্মৃতি রেখে যাচ্ছে তা কখনো মুছে যাবে না। ক্লাবটিতে পুরো সময় জুড়ে সে ছিল অনুরণীয় এক পেশাদার। ব্যক্তি হিসেবেও সে অবিশ্বাস্য।”
চেলসিতে গত সাত মৌসুমে একবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাসহ দুইবার ইউরোপা লিগ জিতেছেন হ্যাজার্ড। একবার করে জিতেছেন এফএ কাপ ও লিগ কাপ শিরোপা। এই সময়ে চারবার চেলসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন হ্যাজার্ড। চলতি বছরই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো তার।
পিবিএ/আরআই