চন্দনা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

পিবিএ, ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীতে ডুবে রাহুল শিকদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকালে বাড়ির পাশে চন্দনা নদীতে গোসল করতে নামার পর শিশুটি নিখোঁজ হয়। এরপর দুপুরে পানি থেকে তার দেহ ভেসে ওঠে।

 রাজবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাহুল শিকদার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের শহীদ শিকদারের ছেলে। সে ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ক্রিয়েটিভ স্কুলের পরিচালক মাকসুদুর রহমান জানান, সকালে তিন বন্ধু গোসল করতে নেমে সবাই ডুব দিয়ে খেলা করছিল। তাদের মধ্যে রাহুল ডুব দিয়ে আর না ওঠায় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা নেমে খোঁজাখুজি করে। একপর্যায়ে দুপুরে পানিতে ভেসে থাকা ঘাসের স্তূপের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস তাকে ঘটনাস্থল থেকে বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রাজিব হোসেন জানান, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...