পুরোনো দিনের গান নিয়ে বিপ্লব সাহা ও কর্ণিয়া

পিবিএ ডেস্ক: মাহমুদুন্নবীর গাওয়া ষাটের দশকের সিনেমার একটি জনপ্রিয় গান নিয়ে উইটিউবে হাজির হয়েছেন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার এবং ‘বিশ্বরঙ’ প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব সাহা। কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবে প্রকাশ পাচ্ছে তাঁর গাওয়া গান ও ভিডিও। ‘আমি যে কেবল বলেই চলি’ শিরোনামের এই গানটিতে তাঁর সাথে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া।

‘আমি যে কেবল বলেই চলি’ ১৯৬৯ সালে মুক্তি পাওয়া রাজ্জাক-কবরী জুটির ‘আগন্তুক’ ছবির এ গানটি লিখেছেন ডা. আবু হায়দার সাজেদুর রহমান। সুর করেছেন আজাদ রহমান। গানটিতে মাহমুদুন্নবীর সহশিল্পী হিসেবে ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। ছবিটি পরিচালনা করেছেন বাবুল চৌধুরী।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘এটা আমার পক্ষ থেকে সবার জন্য উৎসবের উপহার। সত্যি বলতে, এই গানগুলো গুন গুন করে গেয়ে আর শুনেই তো বড় হয়েছি। সেই ভালোবাসা থেকেই এই উদ্যোগটি নেওয়া। আমি চেয়েছি একটি অসাধারণ পুরোনো গান নতুন করে আবার সবার কানে পৌঁছাক। আর কিছু না।’

তৈরি ও প্রকাশের ৫০ বছরের মাথায় সেই আলোচিত রোমান্টিক গানটি আবারও সামনে তুলে আনলেন বিপ্লব সাহা ও কর্ণিয়া। গানটির কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন মনি জামান।

শুধু গান তৈরি করেই চুপ থাকেননি চৌকস ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গানের সঙ্গে মিলিয়ে নির্মাণ করেছেন একটি নান্দনিক ভিডিও। যেখানে মডেল হিসেবে আছেন বিপ্লব নিজেই, সঙ্গে কর্ণিয়ার একটি পোট্রেট পেইন্টিং। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গান-ভিডিওটি সোমবার (৩ জুন) উন্মুক্ত হয়েছে বিশ্বরঙের ইউটিউব চ্যানেলে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...