এবার প্রেমের টানে ভারতীয় কিশোরী কুড়িগ্রামে

পিবিএ,কুড়িগ্রাম: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশি প্রেমিকের কাছে ছুটে এসেছে রোজিনা খাতুন (১৬) নামে নামে এক ভারতীয় কিশোরী। পরে তাকে উদ্ধারের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮জুন) দুপুর দেড়টার দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিশোরী রোজিনা ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আনু মিয়ার মেয়ে।

এবার প্রেমের টানে ভারতীয় কিশোরী কুড়িগ্রামে

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের অগোচরে রোজিনা সীমান্ত পেরিয়ে ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের মাহালম মিয়ার ছেলে জাহিদ হাসানের (২০) বাড়িতে চলে আসে। পরে বিষয়টি স্থানীয় খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানান রোজিনার পরিবারের সদস্যরা।

ওই কিশোরীকে ফেরত চেয়ে শনিবার (৮জুন) সকালে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে পত্র পাঠায় বিএসএফ। এরই পরিপ্রেক্ষিতে জাহিদের পরিবার তাকে লালমনিরহাট জেলার কুলাহাট বাজার থেকে উদ্ধার করে স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুসাব্বের আলীর মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে দুপুর দেড়টায় গোরকমন্ডল সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলারের সাব পিলার ৪ এসের শূন্য রেখায় দুই দেশের সীমান্ত বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীর মা-বাবা ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি-এর অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার গোলাম মোহাম্মদ, গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার মহাসিন কবির, ইউপি সদস্য আনোয়ার হোসেন, পারভীন বেগম এবং ভারতের ৩৮ ব্যাটালিয়ন খারিদা হরিদাস ক্যাম্পের কোম্পানি কমান্ডার অশোক কুমার উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার গোলাম মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...