কিছু না ভেবে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম: মাশরাফী

পিবিএ,ডেস্ক: প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড রানের পাহাড় দাঁড় করানোর পরই বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। প্রতিপক্ষের চারশো ছুঁই ছুঁই সংগ্রহ তাড়া করাটা কঠিনই ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৩৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে সাত বল বাকি থাকতেই ২৮০ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। মাঠ ছাড়তে হয় ১০৬ রানের বড় হার নিয়ে।

ম্যাচ শেষে মাশরাফী জানালেন, পাহাড় সমান টার্গেট অতিক্রম করাটা তাদের জন্য কঠিনই ছিল।

“৩৮৬ রান অনেক বেশি, কৃতিত্ব তাদের ব্যাটসম্যানদের। প্রথম চার থেকে পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এরপর তাদের হাতে চলে গেলো ম্যাচ। ম্যাচে ফিরতে হলে রয়কে আউট করতে হতো- এটা জানতাম আমরা। সে একবার দাঁড়িয়ে গেলে তাকে আউট করা কঠিন।”

টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফী বলেন, “পিচ দেড়দিন কাভারে ঢাকা ছিল, তাই কোনও কিছু না ভেবে সরাসরি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

বাংলাদেশের হয়ে একাই লড়েছেন সাকিব আল হাসান। ১১৯ বলে করেন ১২১ রান। তবে কারোর একার লড়াইয়ে সাফল্য পাওয়া যায় না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

“৩২০ থেকে ৩৩০ রান তাড়া করতে হলে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু এটা অনেক বেশি রান ছিল। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচ থেকে আমাদের জন্য ভালো খেলে যাচ্ছে সাকিব। বলও ভালো করছে। এখনও ৬ ম্যাচ বাকি, আশা করি অন্যরা ভালোভাবে দায়িত্ব পালন করবে। আমাদের পরের সবগুলো ম্যাচ জিততে হবে।”

আরও পড়ুন...