পিবিএ ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট ওপরে সিয়াচেন হিমবাহ। যেখানে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় ডিম জমে ইঁটের থেকেও শক্ত হয়ে যায়।এনডিটিভির একটি ভিডিও’তে দেখা যায়, একদল ভারতীয় সেনা হাতুড়ি দিয়ে ডিম ভাঙার চেষ্টা করছেন! হিমেল হাওয়ার মধ্যে দাঁড়িয়ে তিন জন মানুষ হাতুড়ি দিয়ে ডিম ভাঙতে ব্যস্ত।
শুধু ডিম কেন, হিমাঙ্কের নীচে তাপমাত্রা হওয়ায় জুসের বাক্স, সবজি সবই কঠিন বরফ। স্বাভাবিক তাপমাত্রায় যা কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। এদিকে পেটে না খেলে যে বন্দুক ধরা দূরের কথা, বেঁচে থাকাই অসম্ভব। আর এভাবেই ছুরির ফলার মতো তীক্ষ্ণ ঠাণ্ডা হাওয়া, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়ে চলেছেন ভারতীয় সেনারা।
জুসের বাক্স, সবজির পর সেনাদের তৃতীয় প্রচেষ্টা ডিম ভাঙা। হাতুড়ি হাতে ব্যর্থ হয়ে অবশেষে এক সেনা তো পাথরের ওপরে আছাড়ই মারলেন ডিমটিকে। তবু ডিম যেমন ছিল রইল তেমনটাই!
সহকর্মীর এই চেষ্টা দেখে মজা করে আরেক সেনার মন্তব্য, ”এই ধরনের ডিম একমাত্র সিয়াচেন হিমবাহেই পাওয়া যায়!”
পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ। পাকিস্তান এবং ভারতের সীমান্তরক্ষীদের মাঝে এই অঞ্চলে সর্বদাই যুদ্ধের ভয়াবহতা বিরাজ করে। চারদিকে ১৮ থেকে ২০ হাজার ফুট উঁচু পাহাড়। দিগন্ত বিস্তৃত বরফ। পশ্চিমতম প্রান্ত ছুঁয়েছে হিমালয়ের শেষ বিন্দুকে। সেদিক থেকেই বাঁক নিয়ে এই হিমবাহের পূর্ব দিকে এসে শেষ হয়েছে কারাকোরাম। পৃথিবীর দুই দুর্গমতম পর্বতশ্রেণির মাঝে ৭২ কিলোমিটারজুড়ে শুধুই বরফ।
সিয়াচেনে দায়িত্বরত দুই দেশের সেনারা সারাক্ষণই মৃত্যুর সঙ্গে লড়াই করেন। দুই দেশের পারস্পরিক গুলি বিনিময় নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে নিত্যদিনে সেনাদের মৃত্যুতে গুলির প্রভাব নেই, যা রয়েছে তা হলো বরফ আর শত মাইল বেগে ধেয়ে আসা তুষারঝড়। সিয়াচেন হিমবাহে অক্সিজেনের মাত্রা সমতলের প্রায় দশ শতাংশ।
পিবিএ/এএইচ