পিবিএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও ইয়াবাসহ মো. হারুন এবং মো. সাগর নামে দুই যুবককে আটক করেছে র্যাব-১১।
রবিবার দুপুরে বেগমগঞ্জের বারই চাতল এলাকার মসজিদ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃত হারুনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে ১৩ টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। হারুন স্থানীয় বারই চাতল গ্রামের বাসিন্দা আবুল খায়েরের ছেলে ও অপর আটককৃত সাগর জাকের হোসেন বাবুলের ছেলে।
জানা যায়, ইয়াবা বেচা কেনা ও অস্ত্রসহ অবস্থানের বিষয়ে গোপন সংবাদ পান র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প। পরে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক নরেশ চাকমার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ২২০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। র্যাব-১১ সিপিসি-(৩) লক্ষ্মীপুর ক্যাম্পের এসপি নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
পিবিএ/ইএন/হক