গরমে নষ্ট হচ্ছে লিচু

পিবিএ, পাবনা: প্রচন্ড করা তাপে নষ্ট হচ্ছে লিচু, সাথে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। লিচুর বাজার অনুসারে যে দাম পাওয়ার কথা ছিল তা পাচ্ছেনা চাষিরা। বাজার যাচ্ছে মন্দা । আবার এদিকে লিচু গাছে তেমন রাখা ও যাচ্ছেনা একাই ঝরে পড়ছে মাটিতে।

যে গাছে লিচু ছিল ১০ হাজার সে গাছে লিচু এখন পাঁচ হাজার বা তার ও কম। দিন যত যাচ্ছে লিচু তত ঝড়ে পড়ছে। তাই গাছে আর লিচু রাখছেনা লিচু চাষীরা । এই তাপে নষ্ট হয়ে যাচ্ছে লিচুর রং। বাগান মালিক আনোয়ার হোসেনের থেকে জানা যায় আর মাত্র ৫-৭ দিনের মধ্যে লিচু শেষ হয়ে যাবে। ছবিটি তোলা ঈশ্বরদী উপজেলার চরমিরকামরী থেকে।

আরও পড়ুন...