পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার(১০ জুন) দুপুরের দিকে বাদি হয়ে মামলাটি দায়ের করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আরাফাত হোসেন ।
লোহাগড়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে খবর পেয়ে লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুই মণ পঁচা মাংস উদ্ধার করা সহ বিক্রেতার সহযোগি সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাচ্চু শেখ (২৫)কে আটক করা হয়। মাংস বিক্রেতা সিংগা- রামপুর এলাকার বাচ্চু, ইউসুফ, সেলিম, পান্নু ও শহীদকে আসামী করে মামলা দায়ের করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আরাফাত হোসেন।
তিনি জানান, এঘটনায় নিরাপদ খাদ্য আইন মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১/১৯। উপযুক্ত বিচারের জন্য মামলাটি লোহাগড়া থানার মাধ্যমে নড়াইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে।
পিবিএ/এসআই/হক