যে কারনে অভিনেতা বাবরের পা কেটে ফেলতে হয়েছে

পিবিএ, ডেস্ক: ভালো নেই চলচ্চিত্রের খুব পরিচিত খল অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর। তিনি এখন রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালে ৯০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। গতকাল রোববার রাতে অস্ত্রোপচার করে তাঁর বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ চলচ্চিত্রের খল অভিনেতা বাবর। এ কারণে গত কয়েক বছর তাঁকে পর্দায় দেখা যায়নি। আজ সোমবার দুপুরে বাবর জানান, তিনি অতিমাত্রায় ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। গত কয়েক বছরে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত ৩০ এপ্রিল অসুস্থতা বেড়ে গেলে তাঁকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর গ্যাংরিনের অপারেশন করাতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে তাঁর বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। কয়েক দিন হাসপাতালে থাকার পর বাবর বাসায় ফিরে যান। গতকাল সোমবার সকালে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত নয়টায় তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন ডা. খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খলনায়ক হলেও চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় করেন নায়ক চরিত্রে। আমজাদ হোসেনের সেই ছবির নাম ‘বাংলার মুখ’। খলনায়ক হিসেবে যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অবশ্য মাঝে প্রযোজক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরিচালনা করেছেন ‘দয়াবান’, ‘দাগী’, ‘দাদাভাই’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি। তবে মূলত অভিনয়েই বেশি সময় দিয়েছেন। পরে নানা অসুস্থতা তাঁকে ঘিরে ধরে, অভিনয় থেকে পুরোপুরিই বিচ্ছিন্ন হয়ে পড়েন।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...