পিবিএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামে এক ইমামের স্ত্রীর দুই সন্তানের জননী মাকছুদা বেগম (৪৫)’র রহস্যজনক মৃত্যুর হয়েছে।
সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। কালিহাতী থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে হত্যা, কেউ বলছে আত্মহত্যা।
স্থানীয়রা জানান, মাকছুদা বেগম (৪৫) ওই এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা ধার করে ঋণ গ্রস্থ হয়ে পড়ে। পাওনাদারদের চাপে সে আত্মহত্যা করতে পারে। নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, আমার বোনকে মাঝে মধ্যেই টাকার জন্য মানসিক নির্যাতন করত তার স্বামী। এ নিয়ে কয়েকবার শালিশ দরবার করা হয়েছে। ঈদের আগেও তাদের চলার জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাম করে প্রচার চালায় তার স্বামী।
নিহতের স্বামী স্থানীয় টেরকী মসজিদের ইমাম ছামাউন কবীর জানান, সোমবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লোকমুখে শুনতে পাই আমার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
এবিষয়ে কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
পিবিএ /এমআর/হক