সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ছয় সদস্য আটক

গ্রেফতারকৃত ৬ ছিনতাইকারী

পিবিএ,ঢাকা: সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আদমজী ইপিজেড সংলগ্ন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মালেক ভুইয়ার ছেলে মোঃ ইমরান ভূইয়া (৩৭), নোয়াখালীর কবিরহাটের মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ জামাল হোসেন (৩৫), যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিলর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় গলির আঃ হালিমের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৪), বি-বাড়ীয়ার নবীনগর থানার ডাঃ মোঃ হুমায়ৃন কবিরের ছেলে মোঃ উজ্জল কবির (৩৫), পটুয়াখালী সদরের মৃত আব্দুল করিম মোল্লার ছেলে মোঃ সোহেল (৩২) ও লক্ষীপুরের রামগঞ্জ থানার মোঃ আসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৯)। তবে তাদের সবাই যাত্রাবাড়ীতে ভাড়া থাকে।

র‌্যাব ১০ অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামা খান সাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়, সোমবার (১০ জুন) সন্ধ্যা পৌনে সাতটায় এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হকেরর নের্তৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০৬ টি চাকু, ২০ টি ব্লেড, ০৭ টি মোবাইল ফোন ও নগদ ৯,৮৫০/-জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইপিজেড সংলগ্ন এলাকা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশ এালাকায় পথচারীদের নিকট থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। আজকেও তারা ঈদ শেষে রাজধানী ফেরৎ মানুষের সর্বস্ব ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল।

আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...