অ্যারেঞ্জ ম্যারেজ, শরীর-মন কোন কিছুতেই সন্তুষ্ট নয়

পিবিএ ডেস্কঃ মাত্র এক বছর হল আমাদের বিয়ে হয়েছে। দেখাশোনা করেই বিয়ে। বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না। খুব বেশি কথাও হয়নি। বিয়ের পর স্বামীর সঙ্গে বাইরে চলে আসি। কিন্তু বেশিরভাগ সময় ও অফিসেই থাকে। এদিকে আমাকে বলে ও আমার সঙ্গে আরো বেশি সময় কাটাতে চায়। কিন্তু সমস্যা হল,ওর বেশ কিছু খারাপ অভ্যেস রয়েছে। যেগুলো আমি একেবাররেই পছন্দ করি না। সেসব নিয়ে ঝগড়াও হয়েছে। আমাদের মধ্যে মনের মিল একদম নেই। এমনকী শারীরিক সম্পর্কও নামমাত্র। কিছু সময় ভেবেছি বেরিয়ে আসব, কিন্তু কিছু হলেও তো ভালো মুহূর্ত আছে। সেসব ভেবে আমি আর বেরিয়ে আসতে পারিনি। আমি সত্যিই বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। আমি কি সত্যিই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব?

এই প্রশ্ন অনেকের মনেই থাকে। এমনকী বাস্তবে এরকম সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহাত কম নয়। কাউকে জোর করে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। অনেকেই আবার বহু বছরের প্রেম ভেঙে যাওয়ার পর জেদের বশেই বাবা-মায়ের পছন্দে বিয়ে করে বসেন। কিন্তু জোর করে কোনও কিছুই হয় না। তাই বিয়ের পর্ব মিটতে না মিটতেই শুরু হয় ঝামেলা। আসলে যে কোনও সম্পর্কেই ওঠা-পড়া থাকে। প্রেম করে বিয়ে হোক বা দেখাশোনা করে বিয়ে ঝগড়া যে কোনও দাম্পত্যের অঙ্গ। তবে আপনার সঙ্গীকে বুঝতে কিছু সময় দিন। মাত্র এক বছরেই কোনও মানুষের সবটা জানা যায় না।

সবসময় ঝগড়া করে নয়, কিছু সময় নরম ভাবে নিজের বক্তব্য বলুন। সবসময় ঝগড়ার মেজাজে থাকবেন না। এছাড়াও গুরুত্বপূর্ণ হল নিজেদের ঝামেলা বিবাদ নিজেরাই মিটিয়ে ফেলা। কেন সমস্যা হচ্ছে, দুজনে কী কী ভুল করছেন , কোথায় গলদ এগুলো আলোচনা করে ঠিক করুন। এছাড়াও দুজন একে অপরকে জিগ্গেস করুন সারাদিন কেমন গেল, কী কী করলেন। নিজেদের কি ইচ্ছে, কোন ধরনের কাজে নিজেকে সংযুক্ত রাখতে ভালোবাসেন ইত্যাদি।

অল্পেই ধৈর্য হারিয়ে ফেলবেন না। মনকে বোঝান। অপরকেও বোঝান। তবে নিজেদের মধ্যে একটু বেশি সময় দিন। নইলে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেবে। বরফ গলতে সময় লাগে, কিন্তু একবার যদি আপনারা একে অপরকে বুঝতে শুরু করেন তাহলে দেখবেন সম্পর্কে ভালোবাসা বাড়ছে। আর সম্পর্কে শ্রদ্ধা রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ।

পিবিএ/এমআর

আরও পড়ুন...