রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

পিবিএ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে বাস ধাক্কায় তোফাজ্জল হোসেন (৬০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। আহত হয়েছে অটোরিকশা যাত্রী ডাস বাংলা ব্যাংকের এ আর ও নিপুন চন্দ্র রায় (৩০), তার বোন কিরণ রায় (৪০), ভাগনী রিকা রায় (১৫)।

বুধবার ভোর সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ভোলা বোরহানউদ্দিন উপজেলার বাতেনবাড়ি গ্রামে। পরিবার নিয়ে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থাকেতেন।

নিহতের ছেলে আব্দুর রব পিবিএ’কে জানান, ভোরে মোহাম্মদপুর বেরীবাধ বোর্ডঘাট এলাকা দিয়ে সিএনজি চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি বাস ওভারটেক করার সময় সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে তার বাবা গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...