মেহেরপুরে বোমা বিস্ফোরণ; ২টি তাজা বোমা উদ্ধার

পিবিএ’মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা ২টি তাজা বোমা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ২টি তাজা বোমা উদ্ধার করে।

স্থানীয়রা পিবিএ’কে জানান,বুধবার মধ্যরাতে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় বিদ্যালয়ের আশে-পাশে বসবাসকারী মানুষ ঘুম থেকে জেগে উঠে। পরে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। পুলিশ সকাল ৮টার দিকে পানি ভর্তি বালতি করে বোমা দু’টি ক্যাম্পে নিয়ে যায়।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাকিল পিবিএ’কে জানান,বোমা বিস্ফোরণের আলামত ও দু’টি তাজা বোমা উদ্ধার করে ক্যাম্পে নেয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে,সন্ত্রাসী চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পিবিএ/জিএসএস/হক

আরও পড়ুন...