পিবিএ,বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ,শাড়ি,থ্রীপিচ,গরুসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে যশোর ৪৯ বিজিবি সদস্যরা।
বুধবার দিবাগত রাতে সীমান্তের বিভিন্ন স্থান থেকে এই পণ্য আটক করা হয়। বিজিবি জানায়, বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, থ্রীপিচ, পোষাক সামগ্রী, প্যান্ট পিস, বাজি, চা পাতা, দুলহান তৈল, মোবাইল, কোলগেট পেষ্ট, স্যান্ডেল, শ্যাম্পু, গরু, চেরিফল আটক করা হয়। বিভিন্ন প্রকার জব্দকৃত মালামালের সিজার মূল্য ২১ লক্ষ টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা পিবিএকে বলেন, সীমান্তে পৃথক অভিযানে ২১ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে। আটককৃত মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পিবিএ/এনইউ/হক