পিবিএ,খুলনা: খুলনা মহানগরীর বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে ফরমালিন মিশ্রিত আম। মধুমাস জৈষ্ঠ্যের শুরুতেই বাজারের ব্যবসায়িরা ফরমালিন মিশিয়ে আম মজুদ করে রেখেছেন। এসব আম রাস্তার পাশে পসরা সাজিয়ে অথবা ভ্যানে করে পাড়ায় মহল্লায় বিক্রি করা হচ্ছে। ফরমালিন মিশ্রিত এসব আম খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
নগরবাসির অভিযোগ নিয়মিত বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়িরা অবাধে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফরমালিন মিশ্রিত আম যাতে বাজারে বিক্রি করতে না পারে সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি উঠেছে ক্রেতাদের পক্ষ থেকে।
সূত্রে জানা যায়, আমে আকর্ষনীয় রং আনা এবং দ্রুত পচে না যায় সেজন্য ফরমালিন ব্যবহার করছেন ব্যবসায়িরা। প্রতি মৌসুমে এ অবৈধ কারবার চললেও এ থেকে মুক্তি মিলছে না। ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এ সকল ব্যবসায়ীদের কাছ থেকে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে দু’একটি অভিযান চললেও থামানো যাচ্ছে না অসাধু ব্যবসায়িদের।
সম্প্রতি নগরীর স্টেশন রোডের কদমতলায় তিনটি আড়তে অভিযান পরিচালনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আড়তগুলো হলো, মোঃ হানিফ খানের মালিকানাধীন মেসার্স তানভীর বাণিজ্য ভান্ডার, বেল্লাল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই বাণিজ্য ভান্ডার ও অসিত কুমার ঘোষের মালিকানাধীন মেসার্স লাকি ট্রেডার্স। গোপন সংবাদের ভিত্তিতে এ তিনটি আড়তে অভিযান চালিয়ে ১৩৫ কেজি ফরমালিন মিশ্রিত আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।
নগরবাসির জানিয়েছেন, শুধুমাত্র ওই তিনটি আড়তে নয় আরও অনেক আড়ত রয়েছে যেখানে ফরমালিন মিশ্রিত আম বিক্রি করা হচ্ছে। আড়ত ছাড়াও নগরীর দৌলতপুর, খালিশপুর, ফুলবাড়ীগেট, রূপসা ঘাট, ডাকবাংলা মোড়, বড়বাজার, ময়লাপোতা মোড়সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতারা ফরমালিন মিশ্রিত আম বিক্রি হচ্ছে অবাধে। ফরমালিন মিশ্রিত আকর্ষনীয় বিভিন্ন রংয়ের আম বাজার থেকে কিনে নিয়ে ক্রেতারা তা’ খেয়ে পেটের পীড়াসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, আমরা জেনে শুনেই বিষ খাচ্ছি। কারণ, আমরা যারা ক্রেতা তাদের তো পরীক্ষা করে আম কেনার উপায় নেই। বিক্রেতাদের মুখের কথার উপর ভরষা করেই কিনতে হচ্ছে।
নগরীর বড় বাজার ফল মার্কেটে আম কিনতে আসা গৃহিনী তাপসী মন্ডল বলেন, মধুমাসে ছেলে মেয়েদেরকে আম খাওয়াতে পারবো না এটা ভাবতে খারাপ লাগে। তাই বাজারে যাচাই বাছাই করে ভাল আম কিনতে এসেছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় বিক্রেতারা অনেকটা অবাধে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দফতর) শেখ মনিরুজ্জামান মিঠু পিবিএ’কে বলেন, ইতোমধ্যে নগরীর তিনটি আড়তে অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। আমরা বিএসটিআই’র কর্মকর্তাদের নিয়ে নগরীতে আরও অভিযান পরিচালনা করবো। বাজার মনিটরিংয়ে কেএমপি’র কঠোর নজরদারি রয়েছে বলে জানান তিনি।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিবিএ’কে বলেন, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমে ফরমালিন মিশিয়ে বাজারজাত করার বিষয়টি জেলা প্রশাসনের নজরদারি রয়েছে। খুব শীঘ্রই আমে ফরমালিনের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পিবিএ/এইচ /হক