পিবিএ ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে সম্মান দিচ্ছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির বিশ্বদূত হিসাবে কাজ করেন বলিউডের এ অভিনেত্রী। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ইউনিসেফকে ধন্যবাদ। তারা আমাকে সম্মান জানাচ্ছে।
বলিউড লাইফ জানায়, ডিসেম্বরে নিউইয়র্কের ইউনিসেফের স্নোফলেক বলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রিয়াঙ্কার হাতে তুলে দেওয়া হবে। ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে ইউনিসেফের হয়ে কাজ করছেন। তিনি বলেন, বিশ্বের শিশুদের জন্য ইউনিসেফের হয়ে কাজ করাই আমার জন্য সবকিছু।
তারা শিশুদের শান্তি, স্বাধীনতা এবং শিক্ষার অধিকার নিয়ে কাজ করে। ২০০৬ সাল থেকে ভারতে এবং বিশ্বে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে কাজ করে আসছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া পরিবেশ, স্বাস্থ্য এবং নারী অধিকার নিয়েও সরব তিনি।
পিবিএ/বিএইচ