যশোরে প্রতিপক্ষ’র ছুরিকাঘাতে যুবক নিহত

পিবিএ,যশোর: যশোরে প্রতিপক্ষ’র ছুরিকাঘাত ফেরদৌস হোসেন (২০) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ফেরদৌস যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মৎস্যখামারে কাজ করতেন।

নিহতের বন্ধু জনি সাংবাদিকদের জানান,বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকার আমবাগানে সাব্বির নামে এক যুবকের সাথে মেয়েলি ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বিরসহ তিনজন ফেরদৌসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রহিমা আক্তার ইন্টার্ন চিকিৎসক রুবেল আহমেদের বলেন,প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান পিবিএ’কে জানান,ঘটনা শুনে প্রথমে হাসপাতাল এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা তাকে কেন হত্যা করেছে, তা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।

পিবিএ/কেএইচ/হক

আরও পড়ুন...