২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

পিবিএ ডেস্কঃ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এটি দেওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
বাজেটকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, প্রত্যেক বছর আমাদের বাজেট বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের এটি কিন্তু উনিশ তম বাজেট। এই বাজেটের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’।
এই সময় বাংলাদেশের প্রত্যেক তরুণের, জনগণের। আওয়ামী লীগ সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে বেশি বরাদ্দ রেখেছে, যা তরুণদের বেশি দরকার। তাই আমরা প্রধানন্ত্রী শেখ হাসিনা এবং এই বাজেটকে স্বাগত জানাই। এ সময় তিনি বাজেট বাস্তবায়নে সবসময় শেখ হাসিনাকে সহযোগিতার ঘোষণা দেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...