ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবা উদ্ধার


পিবিএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মাদক ব্যবসায়ী শাহানুরের বাড়ী থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বুহস্পতিবার সন্ধা ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মৃত. মহিরাবনের ছেলে শাহানুর রহমান (৪২) এর নিজ বাড়ী থেকে ১শত ৫০ পিচ ফেনসিডিল ও ১ হাজার দুই শত ১০ পিচ ইয়াবা উদ্ধার করেছেন।

পুলিশ বাড়িতে তল্লাশী চালালে বাড়ির লোকজন পালিয়ে গেলে ঘর তল্লাশী করে ফেনসিডিল ও ইয়াবাপাওয়া যায়। পওে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ। মাদক গুলোর আনুমানিক মূল্য ফেনসিডিল ৭৫ হাজার ও ইয়াবা ৩ লক্ষ ৬৩ হাজার টাকা। পলাতক মাদক ব্যবসায়ী হলেন বিদ্যাবাগীশ গ্রামের মৃত মহিরাবনের ছেলে শাহানুর রহমান কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় মাদক ব্যবসায়ীর বাড়ীর সামন থেকে তিনটি মোটোরসাইকেল সহ পাঁচ জনকে সন্দেহ মূলক ভাবে আটক করে ১৫১ ধারায় মামলা দিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর থানার রিপন আহম্মেদ (৩৫), মানু মিয়া (২৮), লানজু মিয়া (৩০), ওমর ফারুক (৩২) ও রাসেদুজ্জামান (২৯)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসমীর নামে মামলা দেয়া হয়েছে। বাকী পাঁচ জনকে ১৫১ ধারায় মামলা দেয়া হয়েছে, আসামীদের আদালতে পাঠানো হবে।

পিবিএ/এমআইবি/জেডআই

আরও পড়ুন...