আম্রপালি, রাঙ্গুর পাশাপাশি রাজশাহী থেকে আনা গোপালভোগ,খিরসাপতি, লক্ষণভোগ এবং ল্যাংড়া জাতের বাহারী সুস্বাদু আমই বিক্রি হচ্ছে বেশি। ভরা মৌসুমে আমের চাহিদা বেশি থাকায় আমের রাজধানী রাজশাহী থেকে আম এনে দোকানে পশরা সাজিয়ে বসেন মৌসুমী ব্যবসায়ীরা। ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী বাজার থেকে তোলা। শুক্রবার, ১৪ জুন। ছবি : পিবিএ